শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, দিনাজপুর

১৫:০৮, ২৭ জানুয়ারি ২০২১

৪০৬

দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

এসএসসি ২০২১ পরীক্ষার সিলেবাস আরো কমানো অথবা বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের দাবিতে বুধবার (২৭ জানুয়ারী) দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ, মানববন্ধন কর্মসূচি পালনসহ সড়ক অবরোধ করেছে এসএসসি পরীক্ষার্থীরা।

সকাল ১১টায় সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফুলবাড়ী জিএম পাইলট উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের এসএসসি পরীক্ষার্থীদের যৌথ উদ্যোগে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠ থেকে পৌরশহরে এক বিক্ষোভ মিছিল বের হয়। 

পরে চোখে কালো কাপড় বেঁধে স্থানীয় নিমতলা মোড়ে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে পরীক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সোহানুর রহমান সোহান, সামিউল ইসলাম, ফুয়াদ বিন আজিজ, মাসুদ রানা, লিখন, মাছুম হোসেন, রহিম, ছাদিক, শাওন, শিফাত ।

পরে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ-ঢাকা আঞ্চলিক সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সড়ক অবরোধে সড়কের দুইপ্রান্তে প্রায় দুই শতাধিক ছোটবড় যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ও পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেয়ার পরামর্শ দিলে পরীক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। প্রায় একঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত