মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫ || ৮ মাঘ ১৪৩১ || ১৯ রজব ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মেয়রের দায়িত্ব নিলেন খোকন সেরনিয়াবাত

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:১৭, ১৪ নভেম্বর ২০২৩

৩৩৯

মেয়রের দায়িত্ব নিলেন খোকন সেরনিয়াবাত

নির্বাচিত হওয়ার ৫ মাস পর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত। মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব নেন তিনি।

এর আগে গত ৯ নভেম্বর মেয়রের দায়িত্ব থেকে পদত্যাগ করেন সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সম্পর্কে তারা দুজন চাচা ভাতিজা।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে নগর ভবন সংলগ্ন ফজলুল হক এভিনিউয়ে আয়োজন করা হয় বিশাল সমাবেশের। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে সমাবেশে যোগ দেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। এক পর্যায়ে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মেয়র খোকন বলেন, ‘হতাশ হওয়ার কিছু নেই। উন্নয়ন বঞ্চিত বরিশালকে সবার সহযোগিতায় স্মার্ট বরিশালে পরিণত করবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে বরিশালের প্রতি। আমরা বরিশালকে উন্নয়নের শীর্ষ শিখরে নিয়ে যাব।

বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক, বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে নগর ভবনে প্রবেশ করে মেয়রের দায়িত্ব বুঝে নেন খোকন সেরনিয়াবাত।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত