রোববার   ০১ অক্টোবর ২০২৩ || ১৫ আশ্বিন ১৪৩০ || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ৩ যুবক নিহত

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২৩

১৬০

ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, ৩ যুবক নিহত

বরগুনার পাথরঘাটা উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেল ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাকচিড়া-লেমুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাকচিড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের ছেলে রাকিব (২৩), ৪ নম্বর ওয়ার্ডের নাসিরের ছেলে তানভীর (২২) ও একই এলাকার শাকিব (১৭)।

জানা যায়, তিন যুবক মোটরসাইকেলযোগে কাকচিড়া থেকে খাসতবক এলাকায়  যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। পথে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে যায় মোটরসাইকেলটি। তাৎক্ষণিক প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে কাকচিড়া বাজারে এলাহি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে বিস্তরিত জানানো হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
খবর বিভাগের সর্বাধিক পঠিত