রোববার   ০১ অক্টোবর ২০২৩ || ১৫ আশ্বিন ১৪৩০ || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কাশ্মীরি ডা. মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে ফরিদগঞ্জের জাফরুল

অপরাজেয় বাংলা ডেস্ক

২১:৪৬, ৯ সেপ্টেম্বর ২০২৩

২০২

কাশ্মীরি ডা. মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে ফরিদগঞ্জের জাফরুল

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়। সম্পর্ক ধরে রাখল দশ বছর। অবশেষে এক সত্তায় মিলিত হলো ভারতের কাশ্মিরের ডা. হুমায়রা বেগম ও ফরিদগঞ্জ পৌর এলাকার নোয়াগাঁও গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাছমত উল্লাহ সাউদের ছেলে বর্তমানে ফ্রান্স প্রবাসী জাফরুল হাসান সাউদের সঙ্গে।

শুক্রবার কাশ্মীরের শ্রীনগরের একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেন বর জাফরুল হাসান সাউদের বড় ভাই ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বঙ্গবন্ধু গবেষণা পরিষদের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কামরুল হাসান সাউদ।

জানা যায়, জাফরুল হাসান বাংলাদেশে অবস্থানকালীন ১০ বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কাশ্মীর রাজ্যের শ্রীনগরের বিজেপির বর্তমান বিধানসভা সদস্য আনোয়ার খানের দ্বিতীয় মেয়ে ডাক্তার হুমায়রার সঙ্গে পরিচয়। নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই মধ্যে কর্মের জন্য জাফরুল ৫ বছর আগে ফ্রান্সে চলে যান। সেখানে থাকলেও তাদের সম্পর্ক অটুট ছিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
খবর বিভাগের সর্বাধিক পঠিত