রোববার   ০১ অক্টোবর ২০২৩ || ১৫ আশ্বিন ১৪৩০ || ১৩ রবিউল আউয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জামায়াতকে নিবন্ধন দেওয়া হবে কি না সেটা ইসি দেখবে: পরিকল্পনামন্ত্রী

অপরাজেয় বাংলা ডেস্ক

১৮:১০, ৯ সেপ্টেম্বর ২০২৩

১২২

জামায়াতকে নিবন্ধন দেওয়া হবে কি না সেটা ইসি দেখবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জাতীয় নির্বাচনে জামায়াত অংশ নিতে পারবে কি না, সেটা নির্বাচন কমিশন দেখবে। তাদের ব্যাপারে ইসি যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেব।

শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের (৫ তলা) প্রশাসনিক কাম মাল্টিপারপাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, জামায়াত জাতীয় নির্বাচন করতে পারবে কি না বা তাদের নিবন্ধন দেওয়া হবে কি না; সেটা সরকার নয়, নির্বাচন কমিশন দেখবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেব।’

দ্বাদশ সংসদ নির্বাচনে সুষ্ঠু হবে জানিয়ে এম এ মান্নান বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন যে সুষ্ঠু হবে তা দেশের মানুষ জানে। কেউ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

দেশের ব্যাংক খাত নিয়ে মন্ত্রী বলেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সরকার এর জন্য স্পেশাল কোনো আইন তৈরি করবে না।

মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
খবর বিভাগের সর্বাধিক পঠিত