শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বগুড়ার নন্দীগ্রামে বাস উল্টে নিহত ২, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বগুড়া

১১:৪০, ৩০ সেপ্টেম্বর ২০২২

৩৭৭

বগুড়ার নন্দীগ্রামে বাস উল্টে নিহত ২, আহত ১০

জেলার নন্দীগ্রামে যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান- বৃহস্পতিবার  বিকেল সাড়ে ৪ টায় উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন- নন্দীগ্রাম উপজেলার রনজাই তেঘরি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী তাহেরা খাতুন (২২) ও নাটোর জেলার সিংড়া উপজেলার হাপানিয়া গ্রামের জমসেদ আলীর মেয়ে জুথি (২২)।

জানা গেছে, বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস (টাঙ্গাইল-ব ০১৪২) নন্দীগ্রাম উপজেলার পন্ডিতপুকুর যাচ্ছিল। বিকেল সাড়ে ৪ টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাথম- কালিগঞ্জ সড়কে নন্দীগ্রাম উপজেলার দলগাছা নামক স্থানে সড়কের পাশে খাদে উল্টে যায়। এতে কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয় লোকজনের সহযোগিতায় নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করেন। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদেরমধ্যে  চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যান।

ওসি জানান, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক, হেলপার পালিয়ে গেছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত