বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লালমনিরহাটে অধ্যাপকের বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার 

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, লালমনিরহাট

১৮:৫৯, ২৩ জানুয়ারি ২০২২

৩৬৬

লালমনিরহাটে অধ্যাপকের বাড়ি থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লালমনিরহাটে স্কটল্যান্ডের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হকের বাড়ি থেকে শানিনুর বেগম (৩৫) নামে এক নারী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার কাকিনার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ওই গৃহকর্মী শানিনুর বেগম (৩৫) টাঙ্গাইলের মধুপুরের রাধাপাল গ্রামের আব্দুল গফুরের মেয়ে। 

পুলিশ ও এলাকাবাসী জানান,উত্তরবঙ্গের কাকিনা উত্তরবাংলা কলেজের প্রতিষ্ঠাতা ও স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোজাম্মেল হকের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন ওই নারী। প্রায় ২০ বছর ধরে তিনি এই বাড়িতে কাজ করতেন।  

রবিবার সকালে তার শোবার ঘর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে অন্যান্য গৃহকর্মীরা দরজায় ডাকাডাকি করে। এ সময় দরজা খুলে না দেওয়ায় জানালা ভেঙ্গে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। 

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন,মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত