শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ডাকাতির শিকার জেলেদের ডাকাত সন্দেহে মারধর!

জাহিদ রিপন, পটুয়াখালী

১৮:১৫, ২৪ নভেম্বর ২০২১

৪১৫

ডাকাতির শিকার জেলেদের ডাকাত সন্দেহে মারধর!

সাগরে মাছধরা ট্রলারে ডাকাতির ঘটনায় মুক্তিপনের দাবিতে তুলে নেওয়া ৭ জেলেকে উল্টো ডাকাত সন্দেহে স্থানীয় জেলেরা মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশের সদস্যরা নামবিহীন একটি মাছধরা ট্রলারসহ ৭ জেলেকে উদ্ধার করে। এদের মধ্যে ৫ জনকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এবং দু’জনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ এসআই রাজীব মন্ডল এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

আটক ব্যাক্তিদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, উদ্ধার হওয়া জেলেদের ৭ জনই পৃথক সাতটি ট্রলারের জেলে। শনিবার বিভিন্ন সময় সাতটি ট্রলারের একজন করে জেলেকে মুক্তিপণের দাবিতে ডাকাতরা তুলে নিয়ে যায়। পরে বিকাশ নাম্বারে প্রতিটি পরিবারের সাথে যোগাযোগ করে জনপ্রতি দুই লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে। এরপর তাদের একটি নামবিহীন ট্রলারে তুলে দিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

উদ্ধার হওয়া জেলেরা বরগুনার পাথরঘাটা, পিরোজপুরের মঠবাড়িয়া এবং বাগেরহাটের শরনখোলা থানার বাসিন্দা। 

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজিব মন্ডল জানান, গভীর অনুসন্ধানে তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত