শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চান্দিনায় মনোনয়ন পত্র জমা দিলেন ডাঃ প্রাণ গোপাল সহ তিনজন

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, কুমিল্লা

১৬:৩৭, ১৩ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৬:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২১

৫২৩

চান্দিনায় মনোনয়ন পত্র জমা দিলেন ডাঃ প্রাণ গোপাল সহ তিনজন

কুমিল্লা-৭(চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন। 

তিনি ছাড়াও শেষদিনে আরো দুই প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী ও ন্যাপ এর প্রার্থী মোঃ মনিরুল ইসলাম।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর সাংসদ বীরমুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহারকে সাথে নিয়ে কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদারের নিকট মনোনয়ন পত্র জমা দেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক প্রাণ গোপাল দত্ত। 

এসময় সাবেক এমপি মরহুম আলী আশ্রাফের ছেলে নৌকা প্রত্যাশী মুনতাকিম আশরাফ টিটুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনের টানা তিন মেয়াদসহ ৫ বারের এমপি ছিলেন অধ্যাপক আলী আশরাফ। গত ৩০ জুলাই তার মৃত্যুতে শূন্য হয় আসনটি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত