শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধ

স্পটলাইট ডেস্ক

১২:৫৮, ২৯ জুলাই ২০২১

৪২১

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধ

বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ
বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ

বৈরী আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে সব ধরনের ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুর ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকবে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার ফয়সাল আহমেদ গণমাধ্যমকে এ তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার সকাল থেকে ফেরি পার হওয়ার জন্য শিমুলিয়া ঘাটে কয়েকশো যাত্রী ও ব্যক্তিগত গাড়ি দেখা যায়।

ফয়সাল আহমেদ জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১২টা পর্যন্ত সাতটি ফেরি চলাচল করেছে। বুধবারের চেয়ে যাত্রী ও গাড়ির সংখ্যা বেড়েছে। আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় নিরাপত্তার কথা ভেবে সব ফেরি বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে লকডাউন বাস্তবায়নে ঘাটের দিকে বসানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। নানা কারণ দেখিয়ে যাত্রীরা চেকপোস্ট পার হচ্ছেন। তবে গণপরিবহন বন্ধ থাকায় অধিকাংশ যাত্রীকেই আসতে হচ্ছে হেঁটে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত