বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভ, গুলিতে নিহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৫:০২, ১৭ এপ্রিল ২০২১

আপডেট: ১৭:৩২, ১৭ এপ্রিল ২০২১

৬২২

বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের বিক্ষোভ, গুলিতে নিহত ৫

বেতন-ভাতা বাড়ানো ও কর্মঘণ্টা কমানোসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত বাঁশখালী বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার পর সংঘর্ষ ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত চারজনের নাম জানা গেছে, তারা  হলেন- আহমেদ রেজা (১৮), রনি (২২), শুভ (২৪) ও মো. রাহাত (২২)। আহতদের মধ্যে আরেকজন  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান । 

নিহতদের মৃতদেহ  প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে আহত প্রায় সবাইকে চট্টগ্রামের হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।

এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গণ্ডামারা ইউনিয়নে এই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত