শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে ভিবিডি’র মশক নিধন কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট

১০:০৬, ৭ মার্চ ২০২১

আপডেট: ১২:৩২, ৭ মার্চ ২০২১

১২০৮

চট্টগ্রামে ভিবিডি’র মশক নিধন কর্মসূচি

চট্টগ্রামে মশক নিধন কর্মসূচি শুরু করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ।
চট্টগ্রামে মশক নিধন কর্মসূচি শুরু করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ।

বিষাক্ত মশার উপদ্রব থেকে নগরবাসীকে মুক্তি দিতে চট্টগ্রামে মশক নিধন কর্মসূচি শুরু করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) চট্টগ্রাম শাখা। 

শনিবার (৬ মার্চ) চট্টগ্রামের ৩৬নং ওয়ার্ডে (গোসাইলডাঙ্গা-নিমতলা) এ কর্মসূচি বাস্তবায়ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এসময় ভিবিডি চট্টগ্রাম জেলার ৭০ জন স্বেচ্ছাসেবক ৬টি দলে ভাগ হয়ে কাজ করেছেন। 

এই প্রজেক্টে নেতৃত্ব দেয়া কমিটির সদস্য মো: আমানত উল্লাহ রোকন বলেন, সুস্থতা শুধু শারীরিক যত্নের উপর নয়, পারিপার্শ্বিক অবস্থার উপর ও নির্ভরশীল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বিষাক্ত মশা এবং নানা প্রকার কীটপতঙ্গের উপদ্রব। যার ফলে দেখা দিচ্ছে জটিল কিছু রোগও। এ অবস্থা থেকে মানুষকে রক্ষা করতেই আমাদের এমন উদ্যোগ।

এই সম্পূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করছেন ৩৬নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ মোর্শেদ আলী।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত