রোববার   ০৪ জুন ২০২৩ || ২১ জ্যৈষ্ঠ ১৪৩০ || ১৩ জ্বিলকদ ১৪৪৪

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশকে অর্থনৈতিক হাবে পরিণত করবে

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

২২:৪৬, ২৪ মে ২০২৩

১২৩

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর বাংলাদেশকে অর্থনৈতিক হাবে পরিণত করবে

মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর বাংলাদেশকে একটি অর্থনৈতিক হাবে পরিণত করবে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গেটওয়েতে পরিণত হবে। এ কারণেই জাপানি ব্যবসায়ীরা চট্টগ্রামে বিনিয়োগ করছে। বিনিয়োগের ক্ষেত্রে চট্টগ্রামকে প্রাধান্য দিচ্ছে। জাপানের ১৬ টি কোম্পানি বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করছে।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই), জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) এবং জাপান কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইন ঢাকার (জেসিআইএডি) মধ্যে অনুষ্ঠিত ‘বিজনেস টু বিজনেস মিটিং’-এ এসব কথা বলেন জাপানের ব্যবসায়ী প্রতিনিধিরা।

বুধবার বিকেলে আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাপানি প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাপান সফর খুবই ফলপ্রসূ হয়েছে।

চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এ সভায় জেটরোর ঢাকার কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ ইউজি অ্যান্ডো, চেম্বার সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, জেসিআইএডির (শুকোকাই) ও জেবিসিসিআইর প্রেসিডেন্ট মাইয়াংহো লি, চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ, চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, বেনাজির চৌধুরী নিশান, মো. শাহরিয়ার জাহান, নাজমুল করিম চৌধুরী শারুন উপস্থিত ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
BKash CA
খবর বিভাগের সর্বাধিক পঠিত