সোমবার   ১১ নভেম্বর ২০২৪ || ২৭ কার্তিক ১৪৩১ || ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে কন্টেইনার চাপায় রিকশার ২ যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:৫৩, ১০ মে ২০২৩

৫৮৫

চট্টগ্রামে কন্টেইনার চাপায় রিকশার ২ যাত্রী নিহত

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার পতেঙ্গা স্টিল মিল খালপাড় এলাকায় লরি থেকে পড়ে যাওয়া কন্টেইনার চাপায় দুই রিকশা আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বুধবার (১০ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইপিজেড থানার এসআই রূপক কান্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, একটি লরি থেকে পড়ে যাওয়া কন্টেইনারের পাশে চলাচলরত একটি রিকশাকে চাপা দেয়। এ সময় কন্টেইনারের নিচে চাপা পড়ে দুইজন প্রাণ হারান। চালককে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক গণমাধ্যমকে বলেন, স্টিল মিল খালপাড় এলাকায় কন্টেইনারবাহী লরি অসতর্ক অবস্থায় চালাচ্ছিলেন চালক। এ সময় লরি থেকে কন্টেইনারটি পাশে পড়ে গিয়ে একটি রিকশাকে চাপা দেয়। রিকশাটিতে দুইজন যাত্রী ছিলেন। দুই যাত্রী ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন।

তিনি বলেন, আমরা নৌবাহিনীর ক্রেনের সাহায্যে কন্টেইনারের নিচে চাপাপড়া দুইটি মরদেহ উদ্ধার করেছি। এ সময় রিকশা চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। রিকশাচালক গুরুতর জখম হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত