শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে মাসব্যাপী বিজয়মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

২৩:২৪, ১ ডিসেম্বর ২০২২

৪৪১

চট্টগ্রামে মাসব্যাপী বিজয়মেলা শুরু

প্রতি বছরের মতো অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আজ বৃহস্পতিবার আউটার স্টেডিয়ামে মাসব্যাপী শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এবারের মেলায় আকর্ষণ হিসাবে থাকছে চিরায়ত বাঙালির গৌরবোজ্জ্বল অহংকার কারুশিল্প, চারুশিল্প, হস্তশিল্প, মৃৎশিল্পসহ দূর-দূরান্ত থেকে আগত নানা প্রকারের শিল্পকর্মের মনোরম পণ্য। 

বীর মুক্তিযোদ্ধা আলহাজ বদিউল আলমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের সঞ্চালনায় মুক্তিযুদ্ধের পণ্যমেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র চট্টল বীর আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মীনি, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে হাসিনা মহিউদ্দিন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সারাদেশে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা প্রগতিশীল মন-মানসিকতা উদ্বুদ্ধ সকলের কাছে একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে সুপ্রতিষ্ঠিত। সুদীর্ঘ ৩৪ বছরে চলার পথে দেশের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তার গতি কখনো দুর্বার আবার কখনও শ্লথ ছিল। বারবার শকুনের থাবা থেকে বাংলাদেশের শোষিত, নির্যাতিত, নিপীড়িত মানুষকে রক্ষার জন্য স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে আদর্শিক পথ দেখিয়েছিলেন তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করেছেন। আমরা তাঁর হাতকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল মাহবুব মোরশেদ, মুক্তিযুদ্ধের বিজয় মেলা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর চৌধুরী সিএনসি (স্পেসাল), মহিউদ্দীন রাশেদ, পান্টুলাল সাহা, নৌ-কমান্ডো গোলাম জিলানি চৌধুরী, যুদ্ধকালীন কমান্ডার মাহবুব-উল-আলম, গ্রুপ কমান্ডার নুরুদ্দীন আহমেদ, আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, ফরিদ মাহমুদ, ১৪ দলীয় নেতা মিঠুল দাশ গুপ্ত, ডা. সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সন্তান স্কোয়াডের আহবায়ক বোরবানুল হাসান সালেহীন, মওলানা আবদুর রাজ্জাক।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত