বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নবম ধাপে ভাসানচর যাচ্ছেন ৪১৪ রোহিঙ্গা

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৬:২২, ৫ জানুয়ারি ২০২২

৪৬৫

নবম ধাপে ভাসানচর যাচ্ছেন ৪১৪ রোহিঙ্গা

উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে ৮টি বাস
উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে ৮টি বাস

নবম ধাপে কক্সবাজারের উখিয়া থেকে আরও ৪১৪ জন রোহিঙ্গাকে নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে নেওয়া হচ্ছে।

বুধবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে রোহিঙ্গাদের বহনকারী আটটি বাস উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামের পথে রওয়ানা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়ে এসব রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। সড়ক পথে চট্টগ্রাম পৌঁছানোর পর জাহাজযোগে তাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

এর আগে অষ্টম ধাপে ৫৫২ জন রোহিঙ্গা ভাসানচরে যায়। এর আগের ৭ দফায় প্রায় ১৯ হাজার রোহিঙ্গাকে নেওয়া হয়েছে ভাসানচরে। গত বছরের ৩ ডিসেম্বর থেকে ভাসানচরে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত