মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে নতুন করে করোনাক্রান্ত ৯

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৫:৩৫, ১ জানুয়ারি ২০২২

আপডেট: ১৫:৩৫, ১ জানুয়ারি ২০২২

৩৯১

চট্টগ্রামে নতুন করে করোনাক্রান্ত ৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। শনাক্তের হার শূন্য দশমিক ৬০ শতাংশ।

শনিবার (১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) জেলায় ১৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওইদিনও করোনায় কারও মৃত্যু হয়নি।

চট্টগ্রামের ৭টি ল্যাবে ১ হাজার ৪৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে ৮ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। অপর একজন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২ হাজার ৬৪২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৭৪ হাজার ২৭১ জন। বাকি ২৮ হাজার ৩৭১ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২৩ জন নগরের, বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬০৯ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত