বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৫ উপজেলার ১৪টি নতুন রোগীহীন

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৫:৩৪, ১৭ অক্টোবর ২০২১

৪৩৬

২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১৫ উপজেলার ১৪টি নতুন রোগীহীন

চট্টগ্রামে করোনা আক্রান্তের হার আরো কমেছে। বিশেষ করে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের উপজেলাগুলোতে বড় সুখবর পাওয়া গেছে। এদিন চট্টগ্রামের ১৫ উপজেলার ১৪ টিতেই মিলেনি কোন করোনা রোগী। তবে নগরী এখনো পুরোপুরি করোনা মুক্ত হতে পারেনি। 

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৮৬ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় শূন্য দশমিক ৬৩ শতাংশ। শনাক্তদের সবাই চট্টগ্রাম নগরের বাসিন্দা। এদিন চট্টগ্রামে করোনায় কোন মৃত্যু হয়নি।

এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত এক লাখ দুই হাজার ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯০০ জন, বাকি ২৮ হাজার ২১০ জন বিভিন্ন উপজেলার। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত এক হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৩ জনের।

রবিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জেলায় শনিবার ১৬ জনের করোনা শনাক্ত হয়। ওইদিনও ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত