শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১০ কোটি টাকার আইস পিকআপের এয়ারকুলারে, রোহিঙ্গাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

০১:২৬, ৯ অক্টোবর ২০২১

৬৬৭

১০ কোটি টাকার আইস পিকআপের এয়ারকুলারে, রোহিঙ্গাসহ গ্রেফতার ২

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামে একটি মিনি ট্রাক থেকে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৩ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের সাতকানিয়ার কেওচিয়ার তেমুহনী এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে বিপুল পরিমানে এই ভয়ঙ্কর মাদক উদ্ধার করে পুলিশ। যার দাম প্রায় ১০ কোটি টাকা। 

এ ঘটনায় ওই ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক।

আটককৃতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের গুরা মিয়ার ছেলে পিকআপ চালক ফয়সাল আহমদ প্রকাশ ফজল (২৯) ও তার সহকারী উখিয়া কুতুপালং এলাকার রোহিঙ্গা আনজর হোসেনের ছেলে জাহেদ আলম।

আইসগুলো মিনি ট্রাকের এয়ার কলারের চেম্বারে লুকিয়ে টেকনাফ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। ওই গাড়িটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের পাশাপাশি ট্রাক মালিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত