বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে করোনায় ১ মৃত্যু, শনাক্তের হার ১.৪৮ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১১:৩৭, ৮ অক্টোবর ২০২১

৩৭৪

চট্টগ্রামে করোনায় ১ মৃত্যু, শনাক্তের হার ১.৪৮ শতাংশ

চট্টগ্রামে গেলো ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ৩১ জনের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণের হার ১ দশমিক ৪৮ শতাংশ। এ সময় আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট ও নগরীর নয় ল্যাবে সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৩১ জনের মধ্যে শহরের বাসিন্দা ১৫ জন ও নয় উপজেলার ১৬ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজানে ৬ জন, বাঁশখালী ও ফটিকছড়িতে ২ জন করে এবং রাঙ্গুনিয়া, সীতাকু-, মিরসরাই, আনোয়ারা, চন্দনাইশ ও সাতকানিয়ায় ১ জন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ১ হাজার ৯৭১ জন। সংক্রমিতদের মধ্যে ৭৩ হাজার ৮০৮ জন শহরের ও ২৮ হাজার ১৬৩ জন গ্রামের বাসিন্দা।

গতকাল করোনায় গ্রামের একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩১০ জন হয়েছে। এতে শহরের ৭২০ ও গ্রামের ৫৯০ জন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত