শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চট্টগ্রামে করানায় একদিনে মৃত্যু ১৫, শনাক্ত ৯৩৩

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১০:২৪, ৮ আগস্ট ২০২১

৫২৬

চট্টগ্রামে করানায় একদিনে মৃত্যু ১৫, শনাক্ত ৯৩৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। আর শনাক্ত হয়েছেন ৯৩৩ জন। শনাক্তের হার ৩০.৫২ শতাংশ। এর আগে শনিবার (৭ আগস্ট) জেলায় করোনায় আট জনের মৃত্যু হয়। শনাক্ত হয়েছিল ৯২৮ জন।

রবিবার (৮ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ১৫ জনের মধ্যে ১০ জন নগরের বাসিন্দা, বাকি পাঁচ জন নগরের বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট এক হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬২১ জন নগরের, বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৪৩৮ জন।

সে প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে তিন হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষায় ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫১৯ জন ও বিভিন্ন উপজেলার ৪১৪ জন রয়েছেন।

উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার ১১ জন, সাতকানিয়ার ৩৭ জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার ১৫ জন, চন্দনাইশের ১৮ জন, পটিয়ার তিন জন, বোয়ালখালীর ৫৭ জন, রাঙ্গুনিয়ার ৮০ জন, রাউজানের ৬৯ জন, ফটিকছড়ির ১০ জন, হাটহাজারীর ৭১ জন, সীতাকুণ্ডের ১৮ জন, মিরসরাইয়ের সাত জন ও সন্দ্বীপের তিন জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৫২১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৬৬ হাজার ৮৯৪ জন, বিভিন্ন উপজেলার ২৩ হাজার ৬২৭ জন রয়েছেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত