শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৭ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অফিস খোলা, গণপরিবহনে অর্ধেক যাত্রী, পথে ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট

১১:২১, ৩১ মার্চ ২০২১

আপডেট: ১১:২৪, ৩১ মার্চ ২০২১

৭৩৫

অফিস খোলা, গণপরিবহনে অর্ধেক যাত্রী, পথে ভোগান্তি

করোনা সংক্রমণ বাড়ায় নতুন করে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। সে অনুযায়ী গণপরিবহনে যাত্রী সংখ্যা অর্ধেক হলেও অফিসগুলো এখনো কর্মীদের কাজের দিন ভাগ করে না দেয়ায় সড়কে দুর্ভোগ বাড়ছে, এমনটাই অভিযোগ যাত্রীদের। প্রতিটি বাস স্টপে অপেক্ষা করছে কয়েকশ’ মানুষ। যা বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকিও। 

রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে যাত্রা শুরু করে অছিম, রাজধানী, স্বাধীন বাসগুলো। এখান থেকেই প্রথম যাত্রী নেওয়া শুরু হওয়ায় কখনই এত হুড়োহুড়ি হয় না। কিন্তু অর্ধেক যাত্রী নিয়ে বাস চলায় সেখানে কোন বাসই পাওয়া যাচ্ছে না। অপেক্ষা করছে কয়েকশ' মানুষ।

অন্যদিক থেকে বাস এলে একযোগে সেদিকে ছুটে যাচ্ছে সবাই। ফলে সামাজিক দূরত্ব তো রক্ষা হচ্ছেই না উল্টো বাড়ছে মানুষের ভিড়। বাসে উঠতে পারছে না নারী এবং বৃদ্ধরা। 

এখান থেকেই বাসগুলো ভরে যাওয়ায় পরবর্তী স্টপ ত্রিমোহনী, মেরাদিয়া এবং ফরাজি থেকে যাত্রী উঠতে পারছে না। সেখানের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে। কোন কোন স্টপে একজন যাত্রী নামলে জোর করে উঠার চেষ্টা করছে অনেকে। 

ত্রিমোহনী থেকে এমনই একজন জোর করে উঠে পড়লেন। বেসরকারি অফিসে কাজ করা এই যাত্রীকে প্রশ্ন করা হলে বলেন, জোর করব না তো কি করবো?  বাসে মানুষ অর্ধেক হইছে, অফিসে কি হইছে? চাকরি তো আমার যাইবো, আজ এমনি দেরি হইয়া গেছে। 

অছিম বাসের হেল্পার রফিক জানান, “ভাই মানুষ সামলাইতে কষ্টা হইয়া যাইতাছেগা। উঠবার তো দিবার পারি না। ভাড়া তো মাত্র ৬০ শতাংশ বাড়ছে, দাঁড়াইয়া যাত্রী নিবার পারতাছিনা। সব লস, তাও সরকারের আদেশ মানতাছি। রাস্তায় পুলিশ চেক করে। যাত্রী একজন বেশি দেখলেই তিন হাজার জরিমানা।”

আরেক যাত্রী বলেন, সকাল থেকে আধা ঘন্টা অপেক্ষা করে বাসে উঠতে পেরেছি। সরকার ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে অফিসগুলো এখনও আমাদের রোস্টার করে দেয়নি। এমন অবস্থা হলে তো অবস্থা উল্টো হবে। বাসে উঠতে এত হুড়োহুড়ি যে স্বাস্থ্যবিধি মানতে গিয়ে এখন স্বাস্থ্যঝুঁকি বাড়বে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত