শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাত ৮ টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান দক্ষিণের মেয়রের

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৩৪, ২৪ মার্চ ২০২১

আপডেট: ১৮:২৭, ২৪ মার্চ ২০২১

৬০১

রাত ৮ টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান দক্ষিণের মেয়রের

শেখ ফজলে নূর তাপস [ফাইল ছবি]
শেখ ফজলে নূর তাপস [ফাইল ছবি]

করোনা ভাইরাস সংক্রমণ বিবেচনায় রাত ৮টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন সব ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (২৪ মার্চ) দুপুরে নগরীর গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

ডিএসসিসি মেয়র বলেন, যেহেতু করোনা সংক্রমণ আবার বাড়ছে, তাই রাত ৮টার মধ্যে অবশ্যই সব দোকানপাট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করতে হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা চাই ৮টার মধ্যে সব বন্ধ হলে সংক্রমণও কমে আসবে এবং আমরা স্বাস্থ্যবিধি মেনে ঢাকাকে পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত