শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউনেস্কো ঢাকা অফিস কর্তৃক আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা 

মিডিয়ায় জেন্ডারের ভূমিকা, পরিবর্তনের সময় এখনই

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:৫৫, ২২ মে ২০২৩

৩৪৯

ইউনেস্কো ঢাকা অফিস কর্তৃক আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা 

মিডিয়ায় জেন্ডারের ভূমিকা, পরিবর্তনের সময় এখনই

২১ মে বিশ্বব্যাপী ‘ওয়ার্ল্ড ডে ফর কালচারাল ডাইভার্সিটি ফর ডায়ালগ এন্ড ডেভেলপমেন্ট’ উদযাপন উপলক্ষ্যে ইউনেস্কো ঢাকা অফিস, ইউএন উইমেন ও আর্টিকেল নাইনটিন- এর সাথে যৌথভাবে ‘‘বাংলাদেশের মিডিয়ায় জেন্ডারের ভূমিকা’’ শীর্ষক গোলটেবিল আলোচনা আয়োজন করে, যার সহায়তা করেন সুইডেন সরকার। অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন, নির্মাতা আশফাক নিপুন, ম্যানেজিং ডিরেক্টর, ডটবার্থ, গাউসুল আলম শাওন, অভিনেতা ও এক্টরস ইক্যুইটি ইন বাংলাদেশের জেনারেল সেক্রেটারি রওনক হাসান, ব্র্যাক জেন্ডার জাস্টিস এন্ড ডাইভার্সিটি প্রোগ্রাম ডিরেক্টর নবনীতা চৌধুরী, ইআরকির প্রতিষ্ঠাতা সিমু নাসের, নির্মাতা শামীম আখতার, ফিল্ম সিন্ডিকেট ফাউন্ডার এন্ড সিইও মীর মোকাররম হোসেন, কিউরেটর এন্ড বুকমেকার কনসালটেন্ট অমিতাভ দেউড়ি, ডিওপি রাশেদ জামান, নৃত্যশিল্পী আনিসুল ইসলাম হিরো, নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত, হাফ স্টপ ডাউন এর প্রোডিউসার মাহজাবিন রেজা চৌধুরী, ফ্যাশন ডিজাইনার আফসানা ফেরদৌসিসহ সৃজনশীল শিল্পমাধ্যম ও গণমাধ্যমে জড়িত ব্যক্তিবর্গ। 
 
সাংষ্কৃতিক বৈচিত্র্যতার অসীম সম্ভাবনা, আন্ত-সাংষ্কৃতিক আলোচনার মাধ্যমে বিশ^ব্যাপি মুক্তচিন্তার বিকাশ, সৃজনশীল পেশায় জড়িত শিল্পীদের সামাজিক ও অর্থনৈতিক অধিকার সমুন্নত রাখা এবং এই মাধ্যমসমূহে জেন্ডার ভ‚মিকা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটি ২০০১ সাল থেকে ইউনেস্কো পালন করে আসছে। 

আলোচনাটি উদ্বোধন করেন ইউনেস্কো ঢাকা কার্যালয়ের অফিসার-ইন-চার্জ সুসান ভাইজ। উদ্বোধনকালে তিনি বলেন, “আমাদের জীবনে সবকিছুতে মিডিয়ার প্রভাব অনস্বীকার্য। কিন্তু এই মাধ্যমে নারী শিল্পীদের সমতা এখনো আসেনি। বাংলাদেশে জেন্ডার সমতা উন্নয়নের জন্য সংলাপের জায়গা এবং পরস্পরের সাথে কাজের সম্পর্ক তৈরি করা খুব জরুরি।’’  

সূচনা বক্তব্যে আর্টিকেল নাইনটিন- এর রিজিওনাল ডিরেক্টর ফারুক ফয়সাল বলেন, ‘‘আমাদের সমাজে মনের কথা প্রকাশকরাটাই আজকাল দূরহ ব্যাপার হয়ে দাড়িয়েছে। সাইবার বুলিং তো এখন অনেক বড় সমস্যার বিষয়। তাই ফ্রিডম অব এক্সপ্রেশন নিয়ে, অবাধ তথ্য প্রবাহ নিয়ে আমাদের কাজ করতে হবে। ’’

গোলটেবিল আলোচনায় জেন্ডার সচেতনতায় মিডিয়ার ভূমিকা, গণমাধ্যমে নারীকে চিত্রায়িত করার ধরণ, সামাজিক মূল্যবোধ তৈরি ও জনমনে এর প্রভাব সম্পর্কে আলোকপাত করেন ইউএন উইমেন এর কমিউনিকেশনস স্পেশালিষ্ট শারারাত ইসলাম। 

আলোচনার এক পর্যায়ে আজমেরী হক বাঁধন বলেন, ‘‘যাদের জেন্ডার বিষয়ে স্বচ্ছ ধারণার অভাব আছে তাদের এই ধরণের আলোচনা ও প্ল্যাটফর্মে যুক্ত করার প্রয়োজন অনেক।’’
 
আশফাক নিপুন বলেন,‘‘ জেন্ডার বিষয়ে মনস্তাত্তি¡ক পরিবর্তন আনাটা খুবই জরুরী।’’ যার সূত্র ধরে নবনীতা চৌধুরী বলেন, ‘‘আমাদেরকেও আমাদের কাজ ও যোগাযোগের মাধ্যমে যাচাই করে দেখতে হবে আমরা কোথায় কোথায় কিভাবে বৈষম্যমূলক আচরন করি। যারা সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের থেকেও এই বিষয়ক রিফ্লেকশন জানতে চাওয়া যেতে পারে।’’   

সাংষ্কৃতিক চর্চার পরিসর আরো সহজ ও অবাধ করতে, সৃজনশীল ও সাংষ্কৃতিক শিল্পমাধ্যমের উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহনের কথা উল্লেখ করে গাউসুল আলম শাওন বলেন, ‘‘আমাদের একটা সচেতন সমাজ তৈরির জন্য প্রাইভেট সেক্টর, টিভি চ্যানেল কর্তৃপক্ষসহ সকলকে নিয়ে এমনভাবে কাজ করতে হবে যেন এর ফলাফল টেকসই হয়। আরো গভীরে ডুব দিয়ে সমস্যার কারণ অনুসন্ধান করে দেখতে হবে নারীদের জন্য কেন কাজ করা কঠিন হয়ে যাচ্ছে। এবং সে অনুযায়ী কর্মপরিকল্পনা ঠিক করতে হবে।’’   
   
বর্তমান সময়ে সাংষ্কৃতিক চর্চার পরিসর ও সুযোগ কমে যাওয়ার বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে রওনক হাসান জানান, ‘‘একটি আলোকিত জাতি তৈরীর জন্য সাংষ্কৃতিক চর্চার প্রয়োজনীয়তা অসীম। আমাদের শিক্ষা ব্যবস্থায় এ বিষয়সমূহকে আরো বেশি করে অন্তর্ভূক্ত করতে হবে।’’

আলোচনায় অংশগ্রহনকারি প্রত্যেকেই মিডিয়ায় জেন্ডারের ভ‚মিকা পরিবর্তনের প্রয়োজনীয়তার স্বপক্ষে তাদের অভিজ্ঞতা ও মতামত প্রদান করেন। আয়োজনটি সঞ্চালনা করেন ইউনেস্কো ঢাকা অফিস এর কালচার সেক্টর প্রধান কিযী তাহনীন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত