মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১ || ০৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসি`র ৯ হাজার ৫০ কর্মী

স্টাফ করেসপন্ডেন্ট

১১:৩৭, ১০ জুলাই ২০২২

৪২৩

কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসি`র ৯ হাজার ৫০ কর্মী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশু ও পশুর হাটের বর্জ্য অপসারণে ৯ হাজার ৫০ জন কর্মী নিয়োজিত থাকবে। ডাম্প ট্রাক, হুইল লোডার, স্কেভেটর, বুলডোজার, ছোট ও বড় খোলা ট্রাক ও পানির গাড়িসহ ১৩ ধরনের সর্বমোট ৩৫৩টি যান-যন্ত্রপাতি (গাড়ি) বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশ নেবে।

গতকাল শনিবার (৯ জুলাই) ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্জ্য অপসারণে ১ লাখ ২০ হাজার পচনশীল ব্যাগ, ২৮ টন ব্লিচিং পাউডার ও ২০৫ গ্যালন স্যাভলন সরবরাহ করা হয়েছে। এছাড়া প্রয়োজন অনুসারে সরবরাহের জন্য ২৬ টন ব্লিচিং পাউডার ও ১০৮ গ্যালন স্যাভলন নগর ভবনে মজুত রাখা হয়েছে। 

শনিবার রাত ১১টা থেকে ডিএসসিসি এলাকায় পশুর হাট কেন্দ্রিক বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। আজ রবিবার (১০ জুলাই) দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। 

বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে তদারকির জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে করপোরেশনের দশটি অঞ্চলের জন্য দশটি টিম গঠন করা হয়েছে। রবিবার দুপুর ২টা হতে সে সকল টিম কাজ শুরু করবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত