বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চিকিৎসক বুলবুল হত্যায় আরও একজন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৩৯, ১৬ জুন ২০২২

আপডেট: ১৫:৫৩, ১৬ জুন ২০২২

৪২২

চিকিৎসক বুলবুল হত্যায় আরও একজন গ্রেপ্তার

ডা. আহমেদ মাহি বুলবুল। ফাইল ছবি
ডা. আহমেদ মাহি বুলবুল। ফাইল ছবি

রাজধানীতে দন্ত্যচিকিৎসক আহমেদ মাহী বুলবুল হত্যায় জড়িত থাকার অভিযোগে মো. রিপন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (১৫ জুন) বিকেলে ঝালকাঠি জেলার নলছিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (ডিবি) মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মো. রিপন একজন পেশাদার ছিনতাইকারী। যে দলটি দন্ত্যচিকিৎসককে হত্যা করেছিল, রিপন তাদের দলনেতাও। রিপনের নামটি আসে এ ঘটনায় আগে যারা গ্রেপ্তার হয়েছিলেন, তাদের তথ্য থেকে এবং গ্রেপ্তারের পর রিপন এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
মানস কুমার পোদ্দার জানান, গত ২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় ছিনতাইকারীদের হাতে সংঘটিত চিকিৎসক হত্যার ঘটনায় এ পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিপন নলছিটিতে পালিয়ে ছিলেন। তার বাড়ি ওই এলাকায়।

মানস কুমার বলেন, ‘জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছেন, বুলবুলের সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিতে পাঁচ জন মিলে তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করেন। বুলবুলের সঙ্গে ১২ হাজার টাকা ছিল।’

জানা গেছে, বুলবুল হত্যায় আগে গ্রেপ্তার হওয়া চার জন হলেন— আরিয়ান ওরফে হাফিজুল ওরফে হৃদয় (৩৯), সোলায়মান (২৩), রায়হান ওরফে আপন ওরফে সোহেল (২৭) ও রাসেল হোসেন হাওলাদার (২৫)।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত