শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জরুরি ছাড়া ভারত ভ্রমণে নিরুৎসাহিত করলেন ভারতীয় হাইকমিশনার

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৪০, ৯ জানুয়ারি ২০২২

আপডেট: ১৫:৪৫, ৯ জানুয়ারি ২০২২

৪৫৩

জরুরি ছাড়া ভারত ভ্রমণে নিরুৎসাহিত করলেন ভারতীয় হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমণে নিরুৎসাহিত করেছেন। রবিবার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রবিবার কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ দেওয়ার কর্মসূচি উদ্বোধন করা হয়। এ সময় অন্য কূটনীতিকদের সঙ্গে টিকা নেন ভারতীয় হাইকমিশনার।

টিকা নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্রম দোরাইস্বামী বলেন, ভারতে করোনার অমিক্রন ধরনের সংক্রমণ বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই ভালো। তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে। ভিসাও চালু থাকবে বলে জানান তিনি।

বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত