ঢাকায় যে ১৩ কোম্পানির বাস সিএনজিতে চলে
ঢাকায় যে ১৩ কোম্পানির বাস সিএনজিতে চলে
![]() |
সম্প্রতি ডিজেল ও কেরোসিন তেলের দাম বৃদ্ধির ফলে ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ানো হয়। আর সেই সঙ্গে সিএনজিচালিত বাসের ভাড়া বাড়বে না বলেও ঘোষণা দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এরপরও ভাড়া বাড়িয়েছেন অধিকাংশ বাস মালিক। এমন পরিস্থিতিকে সামাল দিতেই আজ বুধবার (১০ নভেম্বর) রাজধানীতে চলাচলকারী সিএনজিচালিত বাসের তালিকা প্রকাশ করেছে বিআরটিএ।
তালিকাভুক্ত সিএনজিচালিত এ ১৯৬টি বাসের ভাড়া বাড়েনি বা বাড়ানো হয়নি। ভাড়া বেড়েছে কেবল ডিজেলচালিত বাসের। তাই তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে পারবে না।
ঢাকা মেট্রো এলাকায় চলাচলকারী ১২০টি পরিবহন কোম্পানির মধ্যে ১৩ কোম্পানির ১৯৬টি বাস রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজিতে চলাচল করে। ঢাকা সড়ক বুধবার (১০ নভেম্বর) সকালে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। এ সময় যেসব কোম্পানির যত সংখ্যক বাস সিএনজিতে চলাচল করে তার তালিকাও তুলে ধরে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেট তুরাগ ট্রান্সপোর্ট লিমিটেডের ৪০টি বাস, অনাবিল সুপার লিমিটেডের ৫টি বাস, প্রভাতী-বনশ্রী পরিবহন লিমিটেডের ১২টি বাস, শ্রাবণ ট্রান্সপোর্ট লিমিটেডের ৩০টি বাস, আসিয়ান ট্রান্সপোর্ট লিমিটেডের ২০টি বাস, মেঘালয় ট্রান্সপোর্ট লিমিটেডের ৫টি বাস, হিমালয় ট্রান্সপোর্ট লিমিটেডের ১৪টি বাস, ভিআইপি অটোমোবাইলস লিমিটেডের ২টি বাস, মেঘলা ট্রান্সপোর্ট লিমিটেডের ২৭টি বাস, শিকড় পরিবহন লিমিটেডের ৮টি বাস, বিকল্প অটো সার্ভিস লিমিটেডের ১টি বাস, গাবতলী লিংক মিনিবাস সার্ভিসের ১১টি বাস এবং ৬ নং মতিঝিল বনানী কোচ লিমিটেডের ২১টি বাস সিএনজিতে চলাচল করে।
কার্যকর হওয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিএনজিচালিত বাস ও মিনিবাসে নতুন ভাড়া কার্যকর হবে না।

আরও পড়ুন
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`