বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহা অষ্টমীতে এবারেও হচ্ছেনা কুমারী বন্দনা

স্টাফ করেসপন্ডেন্ট

১২:৩০, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ১২:৩৭, ১৩ অক্টোবর ২০২১

৪১৮

মহা অষ্টমীতে এবারেও হচ্ছেনা কুমারী বন্দনা

দেবী দুর্গার বন্দনা আর অসুর বধের প্রত্যয়ে মণ্ডপে মণ্ডপে চলছে মহা-অষ্টমীর পূজা
দেবী দুর্গার বন্দনা আর অসুর বধের প্রত্যয়ে মণ্ডপে মণ্ডপে চলছে মহা-অষ্টমীর পূজা

শারদীয় দুর্গাৎসবের আজ মহা-অষ্টমী। দেবী দুর্গার বন্দনা আর অসুর বধের প্রত্যয়ে মণ্ডপে মণ্ডপে চলছে মহা-অষ্টমীর পূজা। এবারও গতবারের মতো করোনাভাইরাস মহামারির জন্য অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা হচ্ছে না। পূজা শেষে ভক্তরা বাসায় বসেই অঞ্জলি দেবেন।

পঞ্জিকা মতে দুর্গা দেবীর মহা অষ্টম্যাদিবিহিত পূজা প্রশস্তা ও মহা অষ্টমীর ব্রতবাস আজ। লোকসমাগম কম হলেও ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর মন্ত্র আর শাস্ত্রপাঠে  মুখরিত রাজধানীসহ দেশের প্রতিটি পূজামণ্ডপ। 

মণ্ডপে আসা ভক্তরা দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে প্রণাম জানাচ্ছেন, করছেন প্রার্থনা। সবার চাওয়া একটাই, দেশ ও দশের মঙ্গল কামনা। যেন দেবীর হাতেই বিনাশ হয় করোনা।

চণ্ডীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। 

এবারে থাকছে না সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধুনুচি নাচের প্রতিযোগিতা। জনসমাগমের কারণে স্বাস্থ্যবিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রেখেই দুর্গাপূজার আগেই প্রসাদ বিতরণ ও বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত