শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ || ৫ বৈশাখ ১৪৩১ || ০৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আবহাওয়ার কারণে ঢাকায় ডেঙ্গু আরও বাড়ার আশঙ্কা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:৫১, ৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৪:৫২, ৭ অক্টোবর ২০২১

২৯৪

আবহাওয়ার কারণে ঢাকায় ডেঙ্গু আরও বাড়ার আশঙ্কা

ঢাকার আবহাওয়া মশার উপযোগী হওয়ায় শহরে ডেঙ্গু বাড়ার আরও আশঙ্কা আছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ব ব্যাংক তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আর্দ্রতার পরিসর ৬০ থেকে ৮০ শতাংশ, তাপমাত্রা সর্বোচ্চ ২৫ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২০০ থেকে ৮০০ মিলিমিটার বৃষ্টিপাত মশার জন্য আদর্শ পরিবেশ।

১৯৭৬ সাল থেকে ২০১৯ সালের আবহাওয়ার তথ্য ইঙ্গিত দেয় যে, ঢাকায় আর্দ্রতার মাত্রা কমছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং গ্রীষ্মে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এগুলো নগরায়নের মতো বিষয়গুলোর সঙ্গে ঢাকা শহরে ডেঙ্গু বিস্তারের ঝুঁকি বাড়িয়ে তুলছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত