শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক বাধ্যতামূলক অবসরে 

স্টাফ করেসপন্ডেন্ট

১৯:১৬, ২ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ১৯:১৭, ২ সেপ্টেম্বর ২০২১

৭১১

সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক বাধ্যতামূলক অবসরে 

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুক
অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুক

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক শেখ ওমর ফারুকসহ দুজনকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। ‘জনস্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

অন্যজন হলেন খাগড়াছড়ি জেলার মহালছড়ির ষষ্ঠ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুর রহিম।

দুই কর্মকর্তার চাকরি ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ৫৪ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে তাদের কী কারণে অবসর দেয়া হয়েছে তা প্রজ্ঞাপনে জানানো হয়নি।

শেখ ওমর ফারুক চিত্রনায়িকা পরীমনি, মৌ ও পিয়াসার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর তত্ত্বাবধান করছিলেন। তিনি সিআইডির ঢাকা মেট্রো উত্তরের দায়িত্বে ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত