শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাসযোগ্য ১৪০ শহরের মধ্যে ঢাকা ১৩৭তম

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:৩২, ৯ জুন ২০২১

৫০৬

বাসযোগ্য ১৪০ শহরের মধ্যে ঢাকা ১৩৭তম

ঢাকা শহর
ঢাকা শহর

আবারও বসবাস যোগ্য শহরের তালিকার তলানিতে রাজধানী ঢাকা। দ্য ইকোনমিস্টের সিস্টার কোম্পানি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বিশ্বের বাসযোগ্য শহরের নতুন যে তালিকা প্রকাশ করেছে তাতে ঢাকার অবস্থান ১৩৭। তালিকায় থাকা মোট শহরের সংখ্যা ১৪০।

১৪০ শহরের মধ্যে ১৩৭তম ঢাকা। বোঝাই যাচ্ছে বাসযোগ্য শহরের তালিকার তলানিতে অবস্থান ঢাকার। এর আগের বছরের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল ১৩৮তম। সে হিসেবে একধাপ এগিয়েছে ঢাকা।

এবারের বসবাসের যোগ্য শহরের তালিকায় শীর্ষ আছে নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। দ্বিতীয় জাপানের ওসাকা, অস্ট্রেলিয়ার তৃতীয় অ্যাডিলেড, চতুর্থ জাপানের টোকিও এবং পঞ্চম নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন, ৬ষ্ঠ অস্ট্রেলিয়ার পার্থ, সপ্তম সুইজারল্যান্ডের জুরিখ, অষ্টম একই দেশের জেনেভা, নবম অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও দশম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহর।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত