বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ || ২৫ আশ্বিন ১৪৩১ || ০৪ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৪৯, ৭ সেপ্টেম্বর ২০২৩

৫৯১

ঢাকায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

দুদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি–২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে ঢাকায় এই ঐতিহাসিক সফরে এলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে তাকে বহন করা বিমানটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

স্বাধীনতার পর গত ৫২ বছরে মস্কোর কোনো প্রতিনিধির এটাই প্রথম ঢাকা সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার কথা রয়েছে ল্যাভরভের। শুক্রবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, বৈঠকে দুদেশের সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনা হতে পারে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের নভেম্বরে ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট তথা আইওআরএর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকা আসার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর। তবে শেষ মুহূর্তে ল্যাভরভের ঢাকা সফর বাতিল করে মস্কো।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

জনপ্রিয়

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত