শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মহামারি নিয়ে মানসিক ধকলে বেড়েছে কোভিডের ঝুঁকি

লাইফস্টাইল ডেস্ক

১৯:৩৩, ১৬ জানুয়ারি ২০২২

৪৬৩

মহামারি নিয়ে মানসিক ধকলে বেড়েছে কোভিডের ঝুঁকি

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর যারা তীব্র মানসিক চাপ, দুশ্চিন্তা, ও ডিপ্রেশন অনুভব করেছিলেন, তাদের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে গিয়েছিল।

নতুন একটি গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। অ্যান্যালস অব বিহেভিরিয়াল মেডিসিন জার্নাল-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে।

গবেষণায় অংশগ্রহণকারীদের তথ্য বিশ্লেষণে দেখা গেছে যারা করোনার শুরুতে মানসিক পীড়ায় বেশি ভুগেছিলেন তাদের অনেকেই পরে করোনাক্রান্ত হয়েছেন। এ আক্রান্তরা সংখ্যায় বেশি ও তুলনামূলক তীব্র লক্ষণ দেখিয়েছেন।

ইউনিভার্সিটি অব নটিংহাম-এর ডক্টর কবিতা ভেধারা গবেষণাটির নেতৃত্ব দেন। এ গবেষণায় আরও যুক্ত ছিলেন লন্ডনের কিংস কলেজ ও নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অকল্যান্ড-এর গবেষকেরা।

প্যানডেমিক শুরু হওয়ার পরে মানুষের মানসিক সুস্থতার অবনতি ঘটার যথেষ্ট প্রমাণ রয়েছে। এ গবেষণার উদ্দেশ্য ছিল যারা এরকম মানসিক অস্থিরতার মধ্য দিয়ে গেছিলেন তারা কোভিডে আক্রান্ত হওয়ার বা লক্ষণ দেখানোর ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ ছিলেন কিনা তা জানা।

২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত ১১০০ জন ব্যক্তির ওপর পর্যবেক্ষণ চালিয়ে গবেষণাটির তথ্য সংগ্রহ করা হয়েছে। রিগ্রেসন মডেল ব্যবহার করে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে যারা মানসিক পীড়নে ভুগেছিলেন তাদের মধ্যে কোভিডে আক্রান্ত হওয়ার হার ও এর লক্ষণের সংখ্যা বেশি ছিল।

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank