বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জেরুজালেমে সংঘর্ষে আহত ১৬৩

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৭:০৪, ৮ মে ২০২১

৩৬৯

জেরুজালেমে সংঘর্ষে আহত ১৬৩

জেরুজালেমের সংঘর্ষে অন্তত ১৬৩ জন ফিলিস্তিনি এবং ছয়জন ইসরায়েলি পুলিশ আহত হয়েছে। তাদের মধ্যে ৮৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনি মিডিয়া ও ইসরায়েল পুলিশের বরাত দিয়ে  এই তথ্য জানায় বিবিসি। 

জেরুজালেমের একটি জায়গায় ফিলিস্তিনিরা বসবাস করতো এতদিন ধরে। কিন্তু সে জমি ইহুদিরা নিজেদের দাবি করে তাদের উচ্ছেদকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে কয়েক হাজার ফিলিস্তিনি মুসল্লি পবিত্র আল-আকসা মসজিদে জমায়েত হয়। এ সময় পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনে ফিলিস্তিনিদের বাড়িঘর উচ্ছেদে প্রতিবাদ জানায় তারা। শেখ জাররাহ এলাকায় ফিলিস্তিনিদের উচ্ছেদের বিরুদ্ধে বেশি সোচ্চার হয় তারা। 

ফিলিস্তিনিরা পাথর ও বোতল নিক্ষেপ করলে তাদের উদ্দেশ্যে রাবার বুলেট ও স্ট্যান গ্রেনেড ছুঁড়ে ইসরায়েলি পুলিশ। সেখানেই বেশিরভাগ মানুষ আহত হয়।

আহতদের চিকিৎসার জন্য একটি অস্থায়ী হাসপাতাল বসিয়েছে রেড ক্রিসেন্ট। তবে রোগীর সংখ্যা ২০৫ বলে জানায় মানবাধিকার সংস্থাটি। 

 
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত