বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মমতা বললেন, ভারতকে বাঁচিয়ে দিয়েছে বাংলা

ইন্টারন্যাশনাল ডেস্ক

২২:০৩, ২ মে ২০২১

৪৫১

মমতা বললেন, ভারতকে বাঁচিয়ে দিয়েছে বাংলা

সবাইকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, ‘সবার কাছে অনুরোধ করব, এখনই কোনো বিজয় মিছিল নয়
সবাইকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, ‘সবার কাছে অনুরোধ করব, এখনই কোনো বিজয় মিছিল নয়

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিধস বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বলেছেন, ভারতকে বাঁচিয়ে দিয়েছে বাংলা। এটা হলো গণতন্ত্রের বিজয়।

রবিবার (২ মে) কালিঘাটে এক সংবাদ সম্মেলনে এসব বলেন মমতা।

তিনি বলেন, বিজেপি বলেছিল ডবল-ইঞ্জিন সরকার হবে, যেখানে আমি বলেছিলাম ডবল সেঞ্চুরি হবে। এটা বাংলার বিজয়, বাঙালির বিজয়, এটা আপনাদের জয়। এই জয় বাংলাকে বাঁচিয়ে দিয়েছে, এই জয় বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে দিয়েছে।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার আট দফায় ভোট হয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। গণনাকৃত ভোটের ৪৮ দশমিক ৩ শতাংশ পেয়েছে তৃণমূল।

এনডিটিভির সূত্রে ২১৩ আসনে এগিয়ে মমতার দল। বিজেপি এগিয়ে ৭৮ আসনে। আনন্দবাজার জানায়, ২০৯ আসনে এগিয়ে মমতার তৃণমূল এবং ৮১ আসনে এগিয়ে বিজেপি।

সবাইকে ধন্যবাদ জানিয়ে মমতা বলেন, ‘সবার কাছে অনুরোধ করব, এখনই কোনো বিজয় মিছিল নয়। আমাদের লক্ষ্য একটাই করোনাভাইরাসের মোকাবিলা। আমরা বড় আকারে শপথ গ্রহণ অনুষ্ঠান করব না। কোভিড সংক্রমণ কমলে আমরা বিজয় মিছিল করব, বিগ্রেড প্যারেডও হবে। সবার কাছে বিনীত অনুরোধ করোনা আক্রান্তের পাশে দাঁড়ান।’   

তিনি বলেন, ‘আজ থেকে আমাদের কাজ শুরু হয়ে গেল। এ কাজ চলবে। আমরা বিনামূল্যে সবাইকে ভ্যাকসিন দেব। কেন্দ্রীয় সরকারকে বলব- গোটা ভারতবর্ষের ১৪০ কোটি লোককে বিনে পয়সায় ভ্যাকসিন দিতে বলব। তা না করলে গান্ধী মূর্তির নিচে আমি আন্দোলন করব।’

নিজের দলের নেতা-কর্মীদের অভিনন্দন জানিয়ে মমতা বলেন, ‘আমি বলেছিলাম, ডাবল সেঞ্চুরি করব। ২০২১ সালে ২২১ আসন পাব। আমি সেটাই টার্গেট করেছিলাম।’

নন্দীগ্রামের ফল নিয়ে মমতা বলেন, আইনি লড়াই করব। কারণ, যাই হোক না কেন বাংলাই এই ম্যাচ জিতেছে।’ 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত