বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পশ্চিমবঙ্গে শেষ দফার ভোটগ্রহণ চলছে

ইন্টারন্যাশনাল ডেস্ক

১০:৩৭, ২৯ এপ্রিল ২০২১

আপডেট: ১০:৩৮, ২৯ এপ্রিল ২০২১

৩৬৯

পশ্চিমবঙ্গে শেষ দফার ভোটগ্রহণ চলছে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অষ্টম ও শেষ দফার ভোট চলছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭ টা থেকে শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যে ৬টা পর্যন্ত। সব কেন্দ্রে ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। 

শেষ দফার নির্বাচনে উত্তর কলকাতা, মালদহ, বীরভূম ও মুর্শিদাবাদের মোট ৩৫ টি আসনে ভোট চলছে। যেখানে তৃণমূল কংগ্রেস ও বিজেপির অনেক তারকা প্রার্থী আছে। 

ভারতীয় সংবাদমধ্যম বলছে, চতুর্থ দফা ৫ জন নিহত হওয়ায় পরের চার দফা নিরাপত্তা বাড়ানো হয়েছে দ্বিগুণ। শেষ দফায় নিয়োজিত আছে কেন্দ্রীয় বাহিনীর ৭৫৩ কোম্পানি। আর সহায়তায় আছে প্রায় ৫ হাজার রাজ্য পুলিশ। 

পশ্চিমবঙ্গসহ ভারতজুড়ে করোনা সংক্রমণ বাড়ায় সবার জন্য মাস্ক বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। প্রতিটি বুথের বাইরে ব্যবহার হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে আসনগুলোতে তৃণমূল এগিয়ে থাকলেও এবার বিজেপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ভাবছেন বিশেষজ্ঞরা। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত