বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

চাঁদে যাওয়া মানুষটি আর নেই

পৃথিবীজুড়ে ডেস্ক

০০:০৩, ২৯ এপ্রিল ২০২১

আপডেট: ১০:৩৮, ২৯ এপ্রিল ২০২১

৪৭৭

চাঁদে যাওয়া মানুষটি আর নেই

মাইকেল কলিন্স
মাইকেল কলিন্স

মাইকেল কলিন্স অ্যাপোলো ১১তে চেপে গিয়েছিলেন চাঁদের দেশে। কলিন্স উড়িয়ে রাখছিলেন অ্যাপোলোকে। আর তার দুই সহ নভোচারী নিল আর্মস্ট্রং ও কর্নেল বাজ অলড্রিন নেমেছিলেন চাঁদে। হেঁটেছিলেন চাঁদের মাটিতে। সেই দুঃসাহসী নভোচারী কলিন্স সেবার চাঁদ থেকে ফিরে এসেছিলেন ঠিকই। কিন্তু এবার তিনি চলে গেলেন না ফেরার দেশে। ৯০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। 

কলিন্সের পরিবার টুইটারে এক বিবৃতিতে জানিয়েছে, তিনি ক্যান্সারে ভুগছিলেন। তবে তার মৃত্যু ঠিক কোথায় কি অবস্থায় হয়েছে তা এখনো জানানো হয়নি।  

১৯৬৯ সালে চাঁদে সফল অভিযানের অন্যতম মহাকাশচারী ছিলেন এই মাইকেল কলিন্স।

তার মৃত্যুতে শোক জানিয়ে নাসা একটি বিবৃতি দিয়েছে।

নাসার ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, জাতি আজ একজন সত্যিকারের অগ্রদূত ও প্রবক্তাকে হারিয়েছে। অ্যাপোলো ১১ অভিযানের কমান্ড মডিউল চালক মাইকেল কলিন্সকে কেউ কেউ ‘ইতিহাসের সবচেয়ে একাকী মানুষ’ বলতেন। দুই সঙ্গীকে নিয়ে সেই অভিযানে তিনি প্রথমবারের মতো চাঁদে অবতরণ করেছিলেন। এটি আমাদের জাতির জন্য একটি মাইলফলক অর্জন ছিল।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত