বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাগদাদের কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৮২

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৪:৫২, ২৬ এপ্রিল ২০২১

৩২৫

বাগদাদের কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডে মৃত্যু বেড়ে ৮২

ইরাকের রাজধানী বাগদাদের একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রাথমিকভাবে প্রকাশিত তথ্যতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন বলে জানানো হয়। 

মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরাকের বার্তা সংস্থা আইএনআই বলছে, রবিবার (২৫ এপ্রিল) ইবনে আল কাতিব হাসপাতালে লাগা আগুনে আরও অন্তত ১১০ জন আহত হয়েছেন। 

হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) লাগা আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ধারণা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে এই আগুন ছড়ানো হতে পারে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদ মান আইএনআই’কে জানান, ঘটনা নিয়ে অনুসন্ধান চলছে। দুর্ঘটনার সত্য জানতে প্রযুক্তিগত দিক দেখা হচ্ছে এবং একই সাথে এটা কারও ইচ্ছকৃত অপরাধ কিনা তা যাচাই করা হচ্ছে। 

তবে দেশটির বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা তথ্যতে বলা হচ্ছে, ইলেকপট্রিক শর্ট সার্কিট অথবা মেয়াদ উত্তির্ণ অক্সিজেন সিলিন্ডারের কারণে এই আগুন লেগে থাকতে পারে। 

একজন প্রত্যক্ষদর্শী জানান, হাসপাতালের নিচ তলায় আগুন লাগে যেখানে ১৮ জন করোনা রোগীকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। আগুন দেখার পর এলাকার মসজিদের মাইকে মানুষকে সাহায্য করতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। 
   

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত