শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৭ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিয়ানমারের সেনাসমর্থিত ৫ চ্যানেলের সম্প্রচার বন্ধ করলো ইউটিউব

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:১৪, ৫ মার্চ ২০২১

৪০৩

মিয়ানমারের সেনাসমর্থিত ৫ চ্যানেলের সম্প্রচার বন্ধ করলো ইউটিউব

মিয়ানমারের সেনাসমর্থিত ৫ চ্যানেলের সম্প্রচার বন্ধ করলো ইউটিউব
মিয়ানমারের সেনাসমর্থিত ৫ চ্যানেলের সম্প্রচার বন্ধ করলো ইউটিউব

মিয়ানমারে সেনা অভ্যুত্থান ও এর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর সশস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে সেনাসমর্থিত পাঁচটি ইউটিউব চ্যানেল নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিয়েছে ইউটিউব। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের এক প্রশ্নের জবাবে ইউটিউবের এক মুখপাত্র বলেন,‘আমরা আমাদের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী ইউটিউব থেকে বেশ কয়েকটি চ্যানেল সরিয়ে নিয়েছি। বেশ কয়েকটি ভিডিওও সরানো হয়েছে।’

মার্কিন প্রযুক্তি সংস্থা জায়ান্টের মতে,ইউটিউব থেকে সরিয়ে ফেলা চ্যানেলগুলোর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় নেটওয়ার্ক এমআরটিভি,(মিয়ানমার রেডিও ও টেলিভিশন),সামরিক মালিকানাধীন মায়াওয়াদি মিডিয়া,এমডব্লিউডি ভ্যারাইটি এবং এমডব্লিউডি মায়ানমার।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত