বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রিজার্ভ থেকে মিয়ানমারের অর্থ সরানোর চেষ্টা আটকে দিলো যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:০৩, ৫ মার্চ ২০২১

৪০৬

রিজার্ভ থেকে মিয়ানমারের অর্থ সরানোর চেষ্টা আটকে দিলো যুক্তরাষ্ট্র

রিজার্ভ থেকে মিয়ানমারের অর্থ সরানোর চেষ্টা আটকে দিলো যুক্তরাষ্ট্র
রিজার্ভ থেকে মিয়ানমারের অর্থ সরানোর চেষ্টা আটকে দিলো যুক্তরাষ্ট্র

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পরপরই মিয়ানমারের সামরিক বাহিনী নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা করেছে। তবে সেই চেষ্টা আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের ওই তহবিল এখন ফ্রিজ করে রেখেছে নিউইয়র্ক ফেড।

মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে গত ৪ ফেব্রুয়ারি পাঠানো ওই তহবিল স্থানান্তরের অনুরোধ প্রথমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক আটকে দেয়। এরপর মার্কিন কর্মকর্তারাও ওই তহবিল স্থানান্তরের বিষয়টি অনুমোদন না দিয়ে আটকে রাখেন।

পরে প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করে ওই তহবিল স্থানান্তর স্থগিত করার বৈধ এখতিয়ার দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

মূলত মিয়ানমারের নেত্রী অং সান সুচিসহ নির্বাচিত সরকারের প্রতিনিধিদের গ্রেপ্তার করে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝুঁকি কমিয়ে আনতেই রিজার্ভ থেকে টাকা সরিয়ে ফেলার চেষ্টা করে দেশটির সামরিক শাসকরা।

গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে মিয়ানমারের সেনাবাহিনী ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে নেয়।

মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন- সবাই মিয়ানমার সামরিক বাহিনীর ক্ষমতা দখল এবং অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে মানুষের ওপর চলমান সহিংসতাকে আমলে নিয়ে দেশটির উপর বিভিন্ন পর্যায়ে নিষেধাজ্ঞা জারি করেছে। জাতিসংঘ বৃহস্পতিবার জানিয়েছে যে, এই অভ্যুত্থানের পর এখন পর্যন্ত অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ১,৭০০ জনেরও বেশি মানুষকে যাদের ভেতরে ২৯ জন সাংবাদিক রয়েছেন।  
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত