বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১০ বৈশাখ ১৪৩১ || ১২ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিয়ানমারে রক্তাক্ত দিনের পরও বিক্ষোভ, ফের গুলি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫:০৪, ৪ মার্চ ২০২১

৫২২

মিয়ানমারে রক্তাক্ত দিনের পরও বিক্ষোভ, ফের গুলি

বুধবার (৪ মার্চ) নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৩৮ জন বিক্ষোভকারী।
বুধবার (৪ মার্চ) নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় ৩৮ জন বিক্ষোভকারী।

সেনা অভ্যুত্থানের পর সবচেয়ে রক্তাক্ত দিনের পরও বৃহস্পতিবার (৪ মার্চ) সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে মিয়ানমারে। আন্দোলন দমাতে এদিনও টিয়ার গ্যাস ও গুলি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় হতাহাতের তথ্য এখনও জানা যায়নি। 

জাতিসংঘ থেকে জানানো হয়, বুধবার (৩ মার্চ) বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে ৩৮ জন। তারপরও বৃহস্পতিবার সড়কে নেমেছে আন্দোলনকারীরা।

বার্তা সংস্থায় রয়টারের কাছে সক্রিয় আন্দোলকারী মোং সঙ্খ জানান, তারা কিছুতেই সেনা অভ্যুত্থান মেনে নিবেন না। নভেম্বরের নির্বাচন মেনে নিয়ে অং সান সূচির হাতে ক্ষমতা হস্তান্তর পর্যন্ত তানা আন্দোলন করে যাবেন। 

মোং আরও বলেন “আমরা জানি যে কোন সময় গুলিবিদ্ধ হয়ে মারা যেতে পারি। কিন্তু সামরিক জান্তার অধীনে বেঁচে থাকারও কোন মানে দেখতে পাইনা”

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিক্ষোভ দমাতে ইয়াঙ্গুন এবং মনিয়ায় টিয়ার গ্যাস ছোঁড়ার পর গুলি চালিয়েছে পুলিশ। ইয়াঙ্গুনের পশ্চিমে পাথেইন শহরেও পুলিশ গুলি চালিয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানায়।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত