বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সিরিয়ায় যুদ্ধে বন্দি লাখো মানুষের খোঁজ আজও মেলেনি: জাতিসংঘ

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৩৪, ২ মার্চ ২০২১

৪৯১

সিরিয়ায় যুদ্ধে বন্দি লাখো মানুষের খোঁজ আজও মেলেনি: জাতিসংঘ

ছোট্ট শিশুকে কোলে নিয়ে ঘর ছেড়ে পালাচ্ছেন সিরিয়ার বেসামরিক নাগরিক।
ছোট্ট শিশুকে কোলে নিয়ে ঘর ছেড়ে পালাচ্ছেন সিরিয়ার বেসামরিক নাগরিক।

সিরিয়ায় দশ বছর ধরে চলমান গৃহযুদ্ধে বাছবিচার ছাড়া বন্দি হওয়া লাখো বেসামরিক মানুষের খোঁজ এখনও পাওয়া যায়নি। ২৬৫০ জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারের ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন জাতিসংঘের তদন্তকারী দল। 

সিরিয়ায় সব ধরনের রাজনৈতিক দলের মাধ্যমে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিস্তারিত তুলে ধরে প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ হওয়া ছাড়াও হাজার হাজার মানুষকে নির্যাতন ও হত্যা করা হয়েছে। 

নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীর নেয়া সাক্ষাৎকারের ভিত্তিতে সিরিয়ার অবস্থা ‘অকল্পনীয় দুর্ভোগ’ বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। যেখানে ১১ বছরের বালক-বালিকারাও ধর্ষণের হাত থেকে বাঁচতে পারেনি বলে তুলে ধরেন তারা। 

জাতিসংঘের প্রতিবেদনে বিষয়টিতে ‘জাতীয় দুর্যোগ’ সম্বোধন করে তার সমাধান প্রয়োজন বলে জানিয়েছে। 

২০১১ সালে মার্চে সরকারবিরোধেীদের শান্তিপূর্ণ আন্দোলনে রক্তপাত ঘটায় প্রেসিডেন্ট বাশার আসাদের বাহিনী। তারপর থেকেই দেশটিতে এমন অবস্থা বিরাজ করছে। 

১০ বছর ধরে চলমান এই সংঘর্ষে অন্তত ৩ লাখ ৮০ হাজার মানুষ মারা যায় এবং জনসংখ্যার অর্ধেকই তাদের ঘর ছেড়ে পালায়। বর্তমানে বিভিন্ন দেশে ৬ লাখ সিরিয়ান শরণার্থী হিসেবে আছে।    

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত