শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মিয়ানমারে বড় বিক্ষোভের প্রস্তুতি, সূচি’র বিরুদ্ধে নতুন মামলা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:১৩, ১ মার্চ ২০২১

আপডেট: ১৩:২৬, ১ মার্চ ২০২১

৪১৮

মিয়ানমারে বড় বিক্ষোভের প্রস্তুতি, সূচি’র বিরুদ্ধে নতুন মামলা

মানুষের মাঝে ভয় ছড়ায়’ এমন তথ্য প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে সূচির বিরুদ্ধে।
মানুষের মাঝে ভয় ছড়ায়’ এমন তথ্য প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে সূচির বিরুদ্ধে।

সামরিক অভ্যুত্থানের পর সবচেয়ে ভয়াবহ দিন পার করেছে মিয়ানমার। নিরাপত্তা বাহিনীর গুলিতে রবিবার (২৮ ফেব্রুয়ারি) অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এমন রক্তাক্ত দিনের পরও সোমবার (১ মার্চ) দেশটিতে বড় বিক্ষোভের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টারস। 

এদিকে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সূ চি’র আইনজীবী মিন মিন সুয়ে জানিয়েছেন, সূ চি’র বিরুদ্ধে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ‘মানুষের মাঝে ভয় ছড়ায়’ এমন তথ্য প্রকাশ করেছেন তিনি।  

সোমবার দ্বিতীয় শুনানীর জন্য আদালতে আনা হয়েছে সূ চিকে। এসময় নিজের আইনী দলের সাথে ভিডিও কলে কথা বলতে চান তিনি।  

রবিবার (২৮ ফেব্রুয়ারি) ১৮ জন বিক্ষোভকারী নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, জাপানসহ আরও কয়েকটি দেশ ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সামরিক জান্তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন।  
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত