শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনার ভ্যাকসিন নিলেন নরেন্দ্র মোদি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৪৪, ১ মার্চ ২০২১

আপডেট: ১১:৫৬, ১ মার্চ ২০২১

৪৩২

করোনার ভ্যাকসিন নিলেন নরেন্দ্র মোদি

ভারতীয় সময় সকাল ৬টা ২৫ মিনিটে মোদিকে ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন দেন নার্স পি নিভেদা।
ভারতীয় সময় সকাল ৬টা ২৫ মিনিটে মোদিকে ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন দেন নার্স পি নিভেদা।

করোনার ভ্যাকসিন নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ মার্চ) সকালে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিকেল সাইন্স (এইমস) হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে ভ্যাকসিন নেয়ার ছবিও শেয়ার করেন তিনি। 

ভারতীয় সময় সকাল ৬টা ২৫ মিনিটে মোদিকে ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন দেন নার্স পি নিভেদা।

টুইটারে নরেন্দ্র মোদি লিখেন, এইমসে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিলাম। স্বল্প সময়ে করোনার বিরুদ্ধে লড়াইকে চিকিৎসক এবং বিজ্ঞানীরা যেভাবে শক্তিশালী করেছেন তা চমৎকার। যারা ভ্যাকসিন নেয়ার জন্য মনোনীত হয়েছেন সবাইকে টিকা নেয়ার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা ভারতকে কোভিড-১৯ মুক্ত করি। 

জানুয়ারির ১৬ তারিখ থেকে ভারতে করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। প্রথম দফায় মূলত স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেয়া হয়। সোমবার (১ মার্চ) থেকে শুরু হয়েছে দ্বিতীয় ধাপে ভ্যাকসিন দেয়া। দেশেটির ৬০ বছরে বেশি বয়স্করা এখন ভ্যাকসিন নিতে পারবেন।  
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত