শনিবার   ২০ এপ্রিল ২০২৪ || ৬ বৈশাখ ১৪৩১ || ০৯ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জনগণের আগে টিকা নেওয়ায় পদত্যাগে বাধ্য হলেন পেরুর পররাষ্ট্রমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০২১

৪০৭

জনগণের আগে টিকা নেওয়ায় পদত্যাগে বাধ্য হলেন পেরুর পররাষ্ট্রমন্ত্রী

সাধারণ জনগণের আগে করোনা ভ্যাকসিন নেওয়ার কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন পেরুর পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ অ্যাস্টেটে। গেল রবিবার (১৪ ফেব্রুয়ারি) এক টুইটে তিনি একে গুরুতর ভুল বলে অ্যাখ্যা দেন। সঙ্গে জানিয়ে দেন, কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেবেন না।

পেরুতে জনসাধারণের আগে টিকা নেওয়ায় এ নিয়ে দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করলেন। গেল সপ্তাহে দেশটির স্বাস্থ্যমন্ত্রী পিলার মাজেত্তি একই কারণে পদ ছাড়েন।

গেল অক্টোবরে চীনের তৈরি সিনোভ্যাক নেন পেরুর সাবেক প্রেসিডেন্ট মার্টিন ভিজকাররা। সেটাও সাধারণ জনতার আগে। এর কয়েক সপ্তাহ পর ‘নৈতিকভাবে অযোগ্য’ অভিযোগে অভিশংসিত হন তিনি। এতে পিলারের যোগসাজস রয়েছে বলে এক সংবাদপত্রে খবর বের হয়।

পেরুভিয়ান মিডিয়া জানিয়েছে, আগেভাগে ভ্যাকসিন নেওয়ায় বিষয়টি খতিয়ে দেখতে ভিজকাররা এবং শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে ‘প্রাথমিক তদন্ত’ শুরু হয়েছে। অ্যাটর্নি জেনারেল জোরাইদা আভালোস এ তথ্য নিশ্চিত করেছেন।

লাতিন আমেরিকার দেশটিতে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে করোনা। সোয়া ৩ কোটি জনসংখ্যার দেশটিতে এখন পর্যন্ত ১২ লাখের বেশি মানুষ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ৪৩ হাজার ৭০০ জন। 
সেখানকার হাসপাতালগুলোতে উপচেপড়া রোগীর ভিড়। এ অবস্থায় মাত্র ৩ লাখ ডোজ হাতে নিয়ে গেল ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্যসেবা কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান শুরু করেছে পেরু। 

এরই মধ্যে অনেক শীর্ষ নেতা নিয়ম বহির্ভূতভাবে আগেভাগে ভ্যাকসিন নিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়। এতে সারাদেশে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই রোষে পদত্যাগ করছেন একের পর এক কর্তা ব্যক্তিত্ব।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত