শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাইডেন-পুতিন ফোনালাপ, যেসব ইস্যুতে আলোচনা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:০১, ২৭ জানুয়ারি ২০২১

আপডেট: ১২:০৯, ২৭ জানুয়ারি ২০২১

৫৪৭

বাইডেন-পুতিন ফোনালাপ, যেসব ইস্যুতে আলোচনা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী নেতার সঙ্গে এই ফোনালাপ করেছেন তিনি। এতে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই দেশের প্রধানের মধ্যে নানা ইস্যুতে আলোচনা হয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, ফোনালাপে রাশিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বাইডেন। পাশাপাশি রুশ প্রশাসনকে ইউক্রেনের ওপর আগ্রাসন বন্ধের আহ্বানও জানিয়েছেন তিনি।

একইসঙ্গে রাশিয়ায় বিরোধী দলীয় বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি আরও পাঁচ বছর বাড়ানোর বিষয়ে কথা হয়েছে বাইডেন-পুতিনের মধ্যে। এই আলোচনা আরও সামনে এগিয়ে নিতে একমত হয়েছে উভয় পক্ষ।এরপরই এই চুক্তি বাড়াতে রাশিয়ার সংসদে একটি বিল উত্থাপন হয়। আগামী সপ্তাহেই এর মেয়াদ শেষ হবে। 

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। এসময় তার বিরুদ্ধে রাশিয়ার প্রতি দুর্বলতার অভিযোগ ওঠে। ওই সময় ক্রিমিয়াকে যুক্ত, পূর্ব ইউক্রেন আক্রমণ এবং সিরিয়ায় অভিযান করে পুতিন সরকার। এসব ঘটনায় ক্রেমলিনের বিরুদ্ধে তদন্ত করতে ব্যর্থ হন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বলে দুয়ো শুনতে হয়।

২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করেন ওবামা। এরপর মস্কোর সঙ্গে পেন্টাগনের সম্পর্ক জোরদারের বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়। এরই অংশ হিসেবে ২০১০ সালে রাশিয়ার সঙ্গে ঐতিহাসিক ‘নিউ স্টার্ট’ পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করে যুক্তরাষ্ট্র। একে ওবামা প্রশাসানের বড় রাজনৈতিক জয় হিসেবে আখ্যা দেন বিশ্লেষকরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত