মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ || ৩ বৈশাখ ১৪৩১ || ০৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

প্রজাতন্ত্র দিবসে ফুঁসে উঠেছেন কৃষকরা, ট্রাক্টর র‌্যালি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:৩৮, ২৬ জানুয়ারি ২০২১

৪৬২

প্রজাতন্ত্র দিবসে ফুঁসে উঠেছেন কৃষকরা, ট্রাক্টর র‌্যালি

ভারতের প্রজাতন্ত্র দিবসে (২৬ জানুয়ারি) ফুঁসে উঠেছেন দেশটির কৃষকরা। বিভিন্ন স্থান থেকে ট্রাক্টরে মিছিল করতে করতে দিল্লি অভিমুখে যাত্রা করেছেন তারা।

রাজধানীর বিভিন্ন সীমান্তে কয়েক মাস ধরে বিক্ষোভ করছেন ভারতীয় কৃষকরা। এর মধ্যে অভিনব নানা পন্থা অবলম্বন করেছেন তারা। সবার দাবি একটাই, বিতর্কিত কৃষি সংস্কার বিল প্রত্যাহার করুক কেন্দ্রীয় সরকার।

সেই ধারাবাহিকতায় এবার ট্রাক্টর র‌্যালি করছেন বিদ্রোহীরা। তবে তারা কথা দিয়েছেন, কোনো বিশৃংখলা সৃষ্টি করবেন না। কর্মকর্তারা সুষ্ঠুভাবে দিনটি উদযাপন করতে পারবেন। শুধু সবাইকে বিষয়টি বোঝাতে এ পথে হেঁটেছেন।

ইতোমধ্যে মোদি সরকার ঘোষণা দিয়েছে, আইনটি স্থগিত রাখা হবে। তবে আন্দোলনরত কৃষকরা চান, তা পুরোপুরি বাতিল করা হোক। সেই লক্ষ্যে এদিন ছয়টি স্থান থেকে দিল্লি অভিমুখে ট্রাক্টর র‌্যালি শুরু করেছেন তারা। 

তাদের থামাতে পথে ব্যারিকেড দেয় পুলিশ। সেগুলো ভেঙেই এগিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন, একদিনেই মিছিল শেষ করবেন।

প্রজাতন্ত্র দিবসের প্যারেড শেষে শহরে ঢুকতে দেয়ার অনুমতি দেয়া হয়েছে কৃষকদের। তবে মধ্য দিল্লিতে প্রবেশের অনুমতি দেয়া হয়নি। সেখানেই রাষ্ট্রীয় অনুষ্ঠান হবে। সবকিছু আমলে নিয়েই রাজধানীতে ঢুকছেন প্রতিবাদকারীরা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত