বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দ. কোরিয়ায় বস্তিতে ভয়াবহ আগুন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:০৫, ২০ জানুয়ারি ২০২৩

২০৮

দ. কোরিয়ায় বস্তিতে ভয়াবহ আগুন

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি বস্তি এলাকায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই এলাকা থেকে প্রায় শত শত মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।    

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সিউলের গুরিয়ং গ্রামে শুক্রবার সকাল ৬ টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। গ্রামটিতে ৬৬০টিরও বেশি পরিবার রয়েছে। 

কর্মকর্তারা বলেছেন, আগুনে ৬০টি বাড়ি এবং এক হাজার ৭০০ স্কয়ার মিটার এলাকা ধ্বংস হয়েছে। দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, অন্তত ৯০০ জন দমকলকর্মী, ১০টি হেলিকপ্টার এবং পুলিশ কর্মকর্তা আগুন নিয়ন্ত্রণে কয়াজ করে। প্রায় ৫ ঘণ্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনা হয়।  তবে এতে  কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, দরজা খোলার পরেই আমি বাইরে আগুন দেখতে পাই। এটা অনেক গুরুতর মনে হয়েছিল এবং আমার একা বের হওয়া উচিৎ ছিল না। তাই আমি দরজা খুলে চিৎকার শুরু করি। 

বিবিসি বলছে, বস্তিতে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত