বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৪ চৈত্র ১৪৩০ || ১৬ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপান

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২২

২২৯

শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপান

কঠোর নিরাপত্তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপান।  আবের রাষ্ট্রীয় এই শেষকৃত্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্তত ৪০০ বেশি বিদেশি অতিথি অংশ নিচ্ছেন। মঙ্গলবার বিবিসি ও আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রিপোর্ট, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং, অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবানিজ, ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন ফুক, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সো, ফিলিপিন্সের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে-কার্পিও, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট মা’রুফ আমিন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলেরও এ অনুষ্ঠানে থাকার কথা রয়েছে।

আল-জাজিরা বলছে, দেশটির স্থানীয় সময় দুপুর ২ টায় দেশটির সামরিক বাহিনীর অনার গার্ড আবেকে স্যালুট জানাতে কামান থেকে ৯টি ফাঁকা গোলা ছোড়ার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হবে। টোকিওর কেন্দ্রস্থলে খেলাধুলা ও কনসার্টের জন্য খুবই পরিচিত নিপ্পন বুদোকানে আবের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এই নিয়ের জাপানের রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্তত ২০ হাজার পুলিশ কর্মকর্তা নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছেন। বুদোকানের আশপাশের সব সড়ক মঙ্গলবার ভোরের আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে।  

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, নিপ্পন বুদোকানে পাশে বিক্ষোভকারীরাও জড়ো হয়েছেন। খবরে বলা হয়েছে, বিক্ষোভের কারণে কঠোর এ নিরাপত্তার আরেকটি কারণ।

সাবেক এ প্রধানমন্ত্রীকে কেন রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া দিতে হবে সেই প্রশ্ন অনেকেই তুলছেন। কেননা জাপানে সাধারণত রাজপরিবারের সদস্যদেরই রাষ্ট্রীয়ভাবে অন্ত্যেষ্টিক্রিয়া হয়।

এছাড়া আবের অন্ত্যেষ্টিক্রিয়ার বিপুল ব্যয় নিয়েও ক্ষুব্ধ হয়েছেন দেশটির নাগরিকের অনেকের। তাদের ভাষ্য, আবেকে শ্রদ্ধা জানাতে বিরাট অংকের খরচ না করে সেই অর্থ টাইফুন শিজুয়োকাতে ক্ষতিগ্রস্তদের পেছনে ব্যয় করা উচিত ছিল।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত